ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

কক্সবাজারের রামু উপজেলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ সোমবার (১৭ মার্চ) বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে একটি মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে উখিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কক্সবাজার যাচ্ছিল। পানেরছড়া এলাকায় পৌঁছানোর পর এটি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রায়হান। এতে আহত হন অন্তত ৪ জন। রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি নাসির উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন