ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো রিকশার পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় শামছুল হক (৭০) নামের এক যাত্রী নিহত হয়েছে। সে নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর কদমকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

এ ঘটনায় চালকসহ আরও ৫জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এদুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত শামছুল হকের স্ত্রী শাহিনুর বেগম (৬০), তার ছেলে শাহিন (৪০), একই উপজেলার জামগ্রামের মফিজারের ছেলে মোখলেছুর রহমান (৬২), তার মেয়ে সুমাইয়া খাতুন (২৫) ও ববি খাতুন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বগুড়া থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা চালিত অটো রিকশা যাত্রী নিয়ে নওগাঁর আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌছিলে পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান ধাক্কা দেয় এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হকের মৃত্যু হয়।

আরও পড়ুন

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হকের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্টবেলার বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত মানস বন্দ্যোপাধ্যায়

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের ড্রেনম্যান ও পাহারাদারকে গলাকেটে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকায় ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন

শহীদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদল নেতা রুমির খাবার ও পানি বিতরণ

বগুড়ার ধুনটে বাড়ির রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ইউএনও অফিসে লিখিত অভিযোগ