ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা। প্রতীকী ছবি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে দৌলতপুর দক্ষিণ হিন্দুপাড়া গ্রামের মৃত আষারু চন্দ্রর দ্বিতীয় স্ত্রী বিজলী রানী (৪৫) বিষপান করে আত্মহত্যা করেছে। থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিজলী রানী ও তার বড় বোন ধলি রানী দৌলতপুর গ্রামে আষারু চন্দ্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের দুই বোনের দুটি ছেলে হয়।

বিজলী রানীর সাথে বিয়ে হওয়ার কয়েক বছর পর স্বামী আষারু মারা যান। সেই থেকে নেমে আসে তাদের সংসারের অভাব অনটন। সংসারে চালাতে বিজলী রানী বিভিন্ন সংস্থা, সমিতি ও এনজিও থেকে ঋণগ্রস্ত হয়। ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় তার উপর চাপ সৃষ্টি হয়। ঋণের চাপ সহ্য করতে না পেরে অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে বিষপান করে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, সংসারের অভাব অনটনের কারণে ঋণের টাকা পররিশোধ করতে না পেরে অবশেষে বিষপান করে বিজলী রানী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ উত্তরাঞ্চলে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন

রহনপুর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছে স্বৈরাচার সরকার : মাদ্রাসা শিক্ষাবার্ড চেয়ারম্যান

মানিয়ে নিতে চেষ্টা করছেন নুসরাত ফারিয়া

৬৭৬-এ শেষ হলো সঞ্জিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’

রাজশাহীতে একই বাড়িতে স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের লাশ, চিরকুটে অভাবের কথা