ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন। ছবি : শফিকুল ইসলাম শফিক

করতোয়া ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় খালেদা জিয়া সুস্ততা কামনা  ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সংবাদ পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা-

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘাযু কামনা করা হয়।

দোয়া মাহফিলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুলবাবী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার,  জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনূর রশিদ সুজন, জিয়া পরিষদ নেতা আনোয়ার সাদাত আলো, মীর তারেক, এড. আব্দুল মতিন মন্ডল, মইনুল ইসলাম বকুল, আরিফুর রহমান প্রমুখ।

বগুড়া শহর বিএনপি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া শহর বিএনপির উদ্দোগে চকসূত্রাপুর জামিয়া নূরিয়া কাসিমিয়া, বগুড়া মাদ্রাসায় কোরানখানি, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

বগুড়া শহর বিএনপির সভাপতি এড মো. হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এম পি মো. মোশাররফ হোসেন। বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড নাজমুল হুদা পপন, মো. আরিফুর রহমান পিন্টু, মো. রশিদুল হাসান তালুকদার লিটন, আফজাল শেখ নাহিদসহ প্রমুখ।

এছাড়াও, বগুড়া শহর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড সমুহের উদ্দোগে  বাদ জুম্মা সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সমূহে উপস্থিত ছিলেন  শহর বিএনপির সিনিয়র  সহ সভাপতি মো. মশিউর রহমান শামিম, মো. সোলায়মান আলী, ময়নুল হাসান উজ্জ্বল, সহিদুল আলম সঞ্জু, জহুরুল ইসলাম ডালু, একে আজাদ, আরিফুর রহমান পিন্টু, আজিজুল হক মঞ্জু, মাহবুবুর রহমান লুলকা, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, আবদুল মান্নান, হারুন আর রশিদ সাজু, ইকবাল হোসেন রাজু,  রেজাউল হক, রোস্তম আলী,  আব্দুল কুদ্দুস চান, মাহমুদুল হাসান তুহিন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আইনুর রহমান, মিলন আখন্দ, রশিদুল হাসান তালুকদার লিটন, আব্দুল জলিল, ফারুক হোসন ফারুক, শাহ রাজু বাহার, শফিকুল ইসলাম শফিক, মিজানুর করিম মাসুদ, এমদাদুল হক মিলন, রাশেদুর রহমান রাশেদ, মতিয়ার রহমান স্বাধীন, শিবলি সাদিক মানিক, দেলোয়ার হোসেন মুক্তার, আব্দুল খালেক, শহিদুল ইসলাম, শহর বিএনপি নেতা মো. সাহাদত হোসেন , মিজানুর রহমান মিজান, মো. আখতারুজ্জামান নান্টু,  সৈয়দ কোরবান আলী বাপ্পি, এড আব্দুল্লা হেল বাকী লিপন প্রমুখ।

পূজা উদযাপন পরিষদ বগুড়া : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) দিনটি উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চেলোপাড়া উত্তরবাংলা সারস্বত আশ্রমে অনুষ্ঠিত এই প্রার্থনায় শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন । জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের সকলের জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন স্বামী দেবেশানন্দ সরস্বতী মহারাজ এবং পবিত্র গীতা পাঠ করেন সুমেষ চৈতন্য ব্রহ্মচারী।

জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সমর দাসের সঞ্চালনায় প্রার্থনা পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়ার প্রেক্ষাপটে জিয়া পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, অনিল চন্দ্র পাল, গোপাল তেওয়ারি, পরিমল প্রসাদ রাজ প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থনা করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে  বেগম খালেদা জিয়ার  জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে পুনট ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু,  অধ্যক্ষ শাহজাহান আলী, আব্দুল মান্নান, শাহীনুর রহমান, হিরো তালুকদারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংঠনিক সম্পাদক মুনজিল হোসেনসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে পৌর বিএনপির আয়োজনে ধুনট মডেল মসজিদে বাদ জুমা বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, মুনজিল হোসেন, রাশেদুজ্জামান উজ্জল, আব্দুল কাইয়ুম টগর, শফিকুল ইসলাম, শাজাহান আলী, কাজল জোয়াদার সাদ্দাম হোসেন বাবু, হাসান শহীদ বাদশাহ, রুবেল সরকার,  শহিদুল ইসলাম, মুকুল হোসেন, মন্নাফ, হাসেন আলী, শাহ আলম বাবু প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলায় আজ শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কোরআন খানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

আরও পড়ুন

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহসান হাবীব রাজা, শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, আহসান হাবীব রতন, শফিকুল ইসলাম, সাবেক কমিশনার জহুরুল ইসলাম শেফা, এমদাদুল হক টুকু, মোস্তাক আহমেদ তরুণ, আহসান হাবীব মোহন, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম হান্নু, শহিদুল ইসলাম মুকুল, আব্দুল বারী, ডা. নাহারুল আলম হেলাল, ডা. তৌহিদুল ইসলাম, আব্দুল জলিল, স্বপন মিয়া, মাসুদ রানা ভুট্টা, আনিছুর রহমান আনিছ, আব্দুস সালাম, যুবদল নেতা জরিফুল ইসলাম, রনি, উজ্জল হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আজ শুক্রবার (১৫ আগস্ট) বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দিন বাদ আছর উপজেলা মডেল মসজিদে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন, মাওলানা মুফতি জোবায়ের। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, ফেরদৌস সাখিদার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তালুকদার কাজল, ইউনুস আলী মহলদার মানিক, বিএনপি নেতা হেলালুর রহমান হেলালসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুরুপ পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ের উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা জাহিদুর রহমান চুম্বক, যুবদল নেতা মোসতাক আহমেদ, ইব্রাহিম আলী প্রমুখ। পরে বিএনপির’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাও. মনছুর আলী।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ আছর আদমদীঘি উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন এবং বাদ জোহর আদমদীঘি উপজেলা মডেল মসজিদে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পদক আবু হাসান, সহ-সভাপতি গোলাম মোস্তফা মন্ডল, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, বিএনপি নেতা আবু মোতালিব, আনোয়ারুল ইসলাম, আবু তালেব দুলাল, যুবদল নেতা শাহিনুর ইসলাম, জুয়েল, রিয়ন সরকার, ছাত্রদল নেতা রিয়াদ, দ্বীব, মারুফ, আওয়াল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, সাজেদুর রহমান এ্যানজেল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, আনোয়ার হোসেন জীবন, জিল্লুর রহমান, সিহাব চৌধুরী প্রমুখ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় মসজিদে গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের আয়োজনে দোয়া মাহফিলে মোজানাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুর মোশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, আব্দুল গফুর টুকু, মোরশেদ আলামিন লেমন ও মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সহ-সাগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, যুবদলের মহব্বত আলী, সোহেল, আব্দুল হালিম, স্বোচ্ছাসেবক দলের রাকিবুল হাসান হিরু, সুজাউদ্দিন, পবন সরকার, লেমন, তাতি দলের রাশেদুল ইসলাম রাঙ্গা, ছাত্রদলের নাজমুল আহসান ডিটল, এসএম রাঙ্গা, মোস্তাফিজার রহমান মোস্তা, জাকিরুল ইসলাম লুকু, তাসকিন প্রমুখ।

অপর দিকে বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোজানাত করা হয়। উপজেলা মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার বানুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুর মোশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, মোরশেদ আলামিন লেমন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, যুবদলের মহব্বত আলী, স্বোচ্ছাসেবক দলের রাকিবুল হাসান হিরু, পবন সরকার, ছাত্রদলের জাকিরুল ইসলাম লুকু প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে সারিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, সভাপতি এড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি প্রমুখ। সন্ধ্যায় পৌর বিএনপির আয়োজনে তাদের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এছাড়া কামালপুর ইউনিয়ন যুবদল, চন্দনবাইশা ইউনিয়ন যুবদল, ভেলাবাড়ী ইউনিয়ন যুবদল, কুতুবপুর ইউনিয়ন যুবদল এবং সারিয়াকান্দি ইউনিয়ন যুবদলের আয়োজনে পৃথক দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, বিএনপি নেতা আব্দুল মান্নান, মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর রহমান, মতিউর রহমান মতি, মোশাররফ হোসেন, আব্দুল হাই সিদ্দিকী রনি, বাদশা আলম, নাসির উদ্দীন, আনোয়ার মাস্টার, আতাহার আলী কাইয়ুম, হাফিজার রহমান কাজল, শফিকুল ইসলাম, দেলোয়ার, শামিম জায়দার, রফিক, কামরুজ্জামান রাজা, মোশাররফ হোসেন, আব্দুল হাকিম, রেজাউল, রকি, মাশফিকুর মামুন, সুমন, যুবদলের সোহেল আরমান রাজু, বেলাল হোসেন বাবু, সাজেদুর রহমান সাজু, ইবনে সাউদ, আব্দুস সোবহান পুটু, বাবলু মন্ডল, বিপুল রানা, কোহিনুর আক্তার, সুমি আক্তার, জোসনা আক্তার প্রমুখ। 
শিবগঞ্জ (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বরকতিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বরকতিয়া এতিমখানায় পবিত্র কোরআন খতম দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, খালিদ হাসান আরমান, আবদুল্লাহ জোবায়ের, এবিএম মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি বিপুল রহমান, মীর মুন, তোফায়েল আহমেদ সাবু, আবু শাহীন, মাহদী হাসান তমাল, শাহিনুর ইসলাম আলামিন, সাকিব হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লীগণ।

নন্দীগ্রাম (বগুড়া) : বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বাদ আছর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা গোলাম মোস্তফা, এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বাদজুম্মা উপজেলার বুড়ইল জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো.আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,বীরকেদার ইউ’পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রামানিক, মালঞ্চা ইউ’পি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, উপজেলা মহিলা দলের সভানেত্রী মমতা আরজু কবিতা, সাধারণ সম্পাদক রোখশানা বেগম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো. শাহাবুদ্দিন, পৌর যুবদলের খোকন খান, মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম আজাদ, ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কাহালু রেল স্টেশন জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদল নেতার দোয়া ও কোরআনে হাফেজদের মাঝে খাবার বিতরণ  

নওগাঁর আত্রাই নদের পানি বিপৎসীমার ওপর, পানিবন্দি ৫০০ পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুপালি পাটকাঠিতে আশার আলো দেখছেন চাষিরা

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত

প্রতারণার শিকার গোবিন্দগঞ্জের যুবক, বিদেশে না খেয়ে মৃত্যুর বিচার দাবি মায়ের