ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দুর্দান্ত জয়ে শুরু পাকিস্তানের এশিয়া কাপ যাত্রা

দুর্দান্ত জয়ে শুরু পাকিস্তানের এশিয়া কাপ যাত্রা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপে জমকালো সূচনা করল পাকিস্তান। ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৩ রানের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সালমান আলি আগার দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব শূন্যরানে ফিরলেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দল। ফারহান ২৯ রানে আউট হলেও হারিস খেলেন দায়িত্বশীল ইনিংস। করেন ৪৩ বলে ৬৬ রান। শেষ দিকে ফখর জামান অপরাজিত ২৩ রানে ইনিংস গুছিয়ে নেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০। ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালীম ৩টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই ধ্বসে পড়ে ওমানের ব্যাটিং লাইনআপ। সাইম আইয়ুব বল হাতে নিয়েই ফিরিয়ে দেন প্রতিপক্ষ অধিনায়ক যতিন্দর সিং ও আমির কালীমকে। এরপর সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ ও অন্যান্য বোলাররা আক্রমণে যোগ দিলে ৫০ রান তুলতেই ৭ উইকেট হারায় ওমান। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। ইনিংস শেষ হয় ১৬.৪ ওভারে।

বল হাতে পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট। আবরার আহমেদ, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ ভাগ করে নেন বাকি উইকেট।

আরও পড়ুন

প্রথম ম্যাচে এমন একতরফা জয়ে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান পরের ম্যাচে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। সেখানেও কি প্রভাব বিস্তার করতে পারবে তারা?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়ক আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন মেয়ে আঁখি

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নব্বই দশকের গল্প শোনাবেন বাপ্পা মজুমদার

সনাতনীরা আর একক দলের ভোট ব্যাংক হবে না

মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার : আইন উপদেষ্টা

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু