সনাতনীরা আর একক দলের ভোট ব্যাংক হবে না

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সনাতন সম্প্রদায়কে কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তবে এখন সময় এসেছে নতুন করে ভাবার। সনাতনীরা আর কোনো একক দলের ভোট ব্যাংক হয়ে থাকবে না।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সমীর কুমার হালদার।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন দল শুধু সনাতন ধর্মাবলম্বীদের ভোটের জন্য ব্যবহার করেছে, তাদের উন্নয়নে বাস্তব কোনো কাজ করেনি। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর মানুষ নতুন করে ভাবছে। এই দেশ সবার, সব ধর্ম-বর্ণের মানুষের।
আরও পড়ুনঅ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় সনাতনী ভাইবোনেরা অবহেলিত ছিল। আমরা বিশ্বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকলে মিলে এই দেশ গড়া সম্ভব। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ লক্ষ্যেই কাজ করবে।
তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি নতুন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
মন্তব্য করুন