দিনাজপুরের পার্বতীপুরে একই রাতে তিন মসজিদে চুরি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে একরাতে তিনটি মসজিদের তালা ভেঙে মরদেহ বহনের খাটিয়াসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
মসজিদগুলো হলো- পৌরসভার দরিখামার মহল্লার সকি মাস্টারের বাড়ির কাছের জামে মসজিদ, চেয়ারম্যান বাজার জামে মসজিদ ও নয়াপাড়া জামে মসজিদ।
আরও পড়ুনএ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও মাদকসেবীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এসব মাদকসেবীরাই চুরির ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের।
মন্তব্য করুন