গাইবান্ধার পলাশবাড়িতে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তালন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশের ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের জমিগুলো। অভিযোগ সূত্রে জানা গেছে ৩ ফসলি জমি থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করছে মাঝিপাড়া গ্রামের দুই সহোদর।
এর চারদিকে কৃষকের জমি রয়েছে। অনেকবার নিষেধ করার পরও তারা কারও কথায় তোয়াক্কা করছেন না। ফলে আশপাশের ফসলি জমিগুলো ভেঙে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার মেশিন দ্বারা ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, ট্রাক্টর দিয়ে বালু পরিবহন করছে। এতে করে তিন ফসলি জমিসহ সাকোয়া ব্রিজটি হুমকির মুখে পড়েছে। বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিরা কাউকে তোয়াক্কা না করে প্রতিদিন রাত ৮টা হতে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে করে কোনো কৃষকই ফসল করতে পারছে না।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়সা রহমান তাপাদার বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন