ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আজিজুল হককে চার বছর সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আজিজুল অনুপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্ত আজিজুল হক বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের (পৌর এলাকার) বানাইল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

বগুড়ার বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখতে পান আজিজুল হক তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে অবৈধভাবে ১১টি ফ্যান, ২৯টি লাইট, দু’টি ফ্রিজ, একটি টিভি, একটি এসি, একটি রাইস কুকার ও একটি পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে ১১ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারি রাজস্ব ক্ষতি সাধন করেছেন।

আরও পড়ুন

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নেসকো’র বিদ্যুৎ সরবরাহ এলাকার সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। বিদ্যুৎ আদালতে বুধবার ওই মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় ঘোষণা করা হয়। 
বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম জানান, আসামি পলাতক থাকায় যেদিন গ্রেফতার বা আত্মসমর্পণ করবে সেদিন থেকে রায় কার্যকর করা হবে। তবে বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে আজিজুল হক পলাতক রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯/১০টি মামলা রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ

মিটফোর্ড হত্যাকাণ্ডে উদ্বেগ মির্জা ফখরুলের

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক