খেলতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ কিশোর আটক

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে খেলতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে ডেকে নিয়ে যায় তাকে। পরে একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। কান্নার শব্দ শুনে পাশের বাড়িতে গিয়ে তিনি ঘটনাটি টের পান। ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত কিশোররা। এরপর তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে এবং শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কাজনক।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন