ডাকসু নির্বাচন
শেখ মুজিবুর রহমান হল সংসদে নির্বাচিত হলেন যারা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম হল শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুসলিমুর রহমান।
এছাড়া জিএস পদে আরবি ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আহমেদ আল সাবাহ ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মুশফিক তাজওয়ার মাহির। বাকি ছয়টি সম্পাদক পদের মধ্যে সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবিদ হাসান রাফি। পাঠকক্ষ সম্পাদক হয়েছেন শের শাহ আলী খান। ক্রীড়া সম্পাদক পদে 'বহিরাঙ্গন কার্যক্রমের' জন্য আব্দুল্লাহ আল নোমান।
আরও পড়ুন'অভ্যন্তরীণ কার্যক্রমের' জন্য জুনায়েদ রহমান জিদান। সমাজসেবা সম্পাদক পদে মো. আজিজুর রহমান মানিক,এবং সংস্কৃতি সম্পাদক পদে মো. জোবায়ের হোসাইন নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জলিলুর রহমান জলিল, মো. মাইনুদ্দিন,মোঃ রিজভী আহমেদ ও মো. মোশারফ।
মন্তব্য করুন