ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

তৃতীয়বারের মতো খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

তৃতীয়বারের মতো খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

ভারী বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হলো।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌঁনে ৩টার দিকে পানি ছাড়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। ১৬ জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে নয় হাজার কিউসেক পানি।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদে বর্তমানে পানি আছে ১০৮.৬৪ ফুট মিনস সি লেভেল। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে যোগ করেন তিনি।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত ২০ আগষ্ট রাত ৮টা থেকে ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা চারদিন পানি ছাড়ার পর ২৩ আগষ্ট বিকেল ৫টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

আরও পড়ুন

এর আগে, গত ৪ আগষ্ট কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগষ্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে- রংপুর রেঞ্জ উপমহাপরিচালক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল বগুড়ার আয়মান

নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯

বগুড়া কাহালুর মুরইল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই মন্ডল সাময়িক বরখাস্ত

আরও বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫