ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

জনগণের কল্যাণে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে- রংপুর রেঞ্জ উপমহাপরিচালক

জনগণের কল্যাণে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে- রংপুর রেঞ্জ উপমহাপরিচালক

রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণে মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষাবাহিনী।

আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে। গ্রামাঞ্চলের ও সামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদি ১৩৬ জন, উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপে) কোর্সের সমাপনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রশিক্ষণ কোর্স সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস। এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী মো. রুবেল হোসেন।  প্রশিক্ষণে অংশগ্রহণকারীর মধ্য হতে ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয় এবং শর্টগানে গুলি ছুড়া অনুশীলন করেন প্রশিক্ষর্ণার্থীরা।

প্রশিক্ষণ কোর্স সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। শেষে প্রশিক্ষণার্থীদের দেশ রক্ষার শপথ বাক্য পাঠ করানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার