ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় এক এইচএসসি পরীক্ষাকেন্দ্র অনিয়মতান্ত্রিকভাবে স্থানান্তরের অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় এক এইচএসসি পরীক্ষাকেন্দ্র অনিয়মতান্ত্রিকভাবে স্থানান্তরের অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা মহিলা কলেজের চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র নতুনভাবে আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে অনিয়মতান্ত্রিকভাবে স্থানান্তরের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলায় দীর্ঘদিন যাবত দু’টি কলেজ দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজ ও দুপচাঁচিয়া মহিলা কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। কেন্দ্র দুটিতে উপজেলার ১০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আসছেন। চলতি বছরে আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে নতুনভাবে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়েছে। স্থাপিত নতুন এই কলেজ কেন্দ্রে দুপচাঁচিয়া মহিলা কলেজের চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) এ বিষয়ে দুপচাঁচিয়া মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দ বলেন, আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগে তিনি সমর্থন পত্র প্রদান করেনে এবং তিনি তা প্রত্যাহারও করে নেন। তারপরেও উক্ত কেন্দ্রে তার কলেজের কেন্দ্র স্থানান্তর হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।

দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষা বোর্ডের নিয়মানুসারে কোন পরীক্ষা কেন্দ্র নতুনভাবে অন্য কোন কলেজে স্থাপন করতে হলে আগের কলেজ কেন্দ্রের চলমান সচিবের মতামত প্রয়োজন। দুপচাঁচিয়া মহিলা কলেজটির শিক্ষার্থীদের নতুন কলেজ কেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রে তার কোন মতামত নেওয়া হয়নি।

আরও পড়ুন

উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ্ মাহমুদুন্নবী বলেন, আগের উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য প্রতিবেদন দিয়েছিলেন। প্রতিবেদনে দুটি প্রতিষ্ঠান দুপচাঁচিয়া উপজেলা সদরের বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং আদমদীঘি জালাল উদ্দীন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত ছিল।

উক্ত কলেজ দুটির মোট শিক্ষার্থী ১৬৪ জন। নিয়মানুসারে পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য কমপক্ষে ৪শ’ শিক্ষার্থী প্রয়োজন। এক্ষেত্রে বিধি মোতাবেক বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সে ক্ষেত্রে দুপচাঁচিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা ওই কেন্দ্রে অংশগ্রহণের বিষয়ে স্থানীয় প্রশাসনের মতামত নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান জানান, দুপচাঁচিয়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে স্থানান্তর হওয়ার বিষয়ে তিনি কোন অনুমতি পত্র প্রদান করেননি। এ বিষয়ে তার কোন কিছু জানাও নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লস অ্যাঞ্জেলেস মাতালেন নগরবাউল জেমস

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সামাজিক মাধ্যমের ‘প্রোফাইল লক’ থাকলে মিলবে না মার্কিন ভিসা!

নওগাঁর পোরশায় পতিত আ’ লীগ নেতা সুদেব সাহা আটক

নাটোরের গুরুদাসপুরে চুলার লাকড়ি বিস্ফোরণে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় বিদ্যুৎ বিল ব্যক্তিগত বিকাশে আদায়, মিটার রিডারের বিরুদ্ধে অভিযোগ