দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার করমজি গ্রামে মাছ চাষের পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটররের তারে স্পৃষ্ট হয়ে মোছাদ্দেক হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত: হানিফ মিয়ার ছেলে মোছাদ্দেক হোসেন করমজি গ্রামের একটি মাছ চাষের পুকুরে তত্ত্বাবধানের কাজ করছিলেন।
আরও পড়ুনগতকাল সোমবার দিবাগত রাত ৯টায় পানি সেচের বৈদ্যুতিক মোটরে সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন