ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে যুবকের পায়ুপথ থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার

কক্সবাজারে যুবকের পায়ুপথ থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার য়ুপথ থেকে মোট ১ হাজার ৯৮২টি ইয়াবা উদ্ধার হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্যটি নিশ্চিত করেছেন। তার আগে রোববার বেলা ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আয়েস টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল রাজ্জাকের ছেলে। 

আরও পড়ুন

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে সিএনজিচালিত অটোরিকশাটি হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকি (চেকপোস্ট) পৌঁছালে বিজিবি সদস্যরা বাহনটিকে তল্লাশির জন্য থামান। এ সময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীর আয়েসকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক শরীরের পায়ুপথে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিজিবির সদস্যরা এক্স-রে করে ইয়াবার প্যাকেট থাকার বিষয়ে নিশ্চিত হন। এসব ইয়াবা টেকনাফ থেকে কিনে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে- রংপুর রেঞ্জ উপমহাপরিচালক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল বগুড়ার আয়মান

নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯

বগুড়া কাহালুর মুরইল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই মন্ডল সাময়িক বরখাস্ত

আরও বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫