ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় সাতক্ষীরার সুন্দরবনের হেতালবুনিয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বন আদালতে মামলা দায়ের শেষে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, রোববার নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

আরও পড়ুন

বনবিভাগ জানায়, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যে কোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মাছ ধরার জালসহ সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু কিছু জেলে নিয়ম ভেঙে প্রবেশ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রোববার আটক করা জেলেদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই চোরসহ গ্রেফতার ৩

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি

এইচএসসির উত্তরপত্র জমা দিতে ‘অতীব জরুরি’ নির্দেশনা