ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

স্বপ্নপূরণ করে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা

স্বপ্নপূরণ করে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে অবশেষে স্বপ্নপূরণ হলো আরিয়ানা সাবালেঙ্কার। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে অনুষ্ঠিত ফাইনালে মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে জিতলেন টানা দ্বিতীয় ইউএস ওপেন ও ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম। এর আগে চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের ফাইনালে হেরে হতাশ হয়েছিলেন সাবালেঙ্কা। উইম্বলডনের সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল তাকে। তবে ইউএস ওপেনে আর কোনো ভুল করেননি বর্তমান বিশ্বের এক নম্বর বাছাই।

ফাইনালের প্রথম সেট ছিল প্রায় একপেশে, ৬-৩ গেমে সহজেই এগিয়ে যান সাবালেঙ্কা। তবে দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে দেন আনিসিমোভা। টাইব্রেকারে গিয়ে সিদ্ধান্ত হয় সেটের ভাগ্য, যেখানে সাবালেঙ্কা তার অদম্য ধারাবাহিকতা ধরে রেখে ৭-৬ ব্যবধানে জিতে নেন ম্যাচ। এ মৌসুমে খেলা সবগুলো টাইব্রেকারেই জয়ী হয়েছেন তিনি। 

জয়ের পর আবেগে ভেসে পড়েন সাবালেঙ্কা। হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলেন কোর্টেই। অন্যদিকে হারের বেদনায় চোখ ভিজে ওঠে আনিসিমোভারও। তবে ২৩ হাজারের বেশি দর্শক উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান নতুন চ্যাম্পিয়নকে। আনিসিমোভা যদিও দুর্দান্ত এক যাত্রা উপহার দিয়েছিলেন সমর্থকদের। কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর ইগা সিওটেককে, সেমিতে হারান সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে। উইম্বলডনের ভয়াবহ হার কাটিয়ে ইউএস ওপেনে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি তুলতে দিলেন না সাবালেঙ্কা।

আরও পড়ুন

সেরেনা উইলিয়ামসের পর সাবালেঙ্কাই প্রথম নারী তারকা হিসেবে টানা দুইবার ইউএস ওপেন জয়ের কৃতিত্ব দেখালেন। একই সঙ্গে বাঁচালেন নিজেকে জাস্টিন হেনিনের ২০০৬ সালের মতো পরপর তিনটি ফাইনালে হারের হতাশা থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই বাড়িতে চুরি

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো

‘হয়তো ভুল অনেক করেছি, ক্ষমা চাইলেন সোহেল রানা

ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে

ভোলায় মসজিদের খতিবকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে ৩ কর্মসূচি ঘোষণা