ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে অধিনায়ক লিটন দাসের সঙ্গে উড়াল দিয়েছেন আরও ৮ ক্রিকেটার। বাংলাদেশ সময় ১০ টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন তারা।প্রথম ধাপে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস, শেখ মাহেদী হাসান, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে আছেন টিম ম্যানেজমেন্টের চার সদস্য।

বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শিরোপা জিতেই দেশে ফিরতে চায় লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি এবং ঐরকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই যাচ্ছি।’

জাকের আরও বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এরজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

আরও পড়ুন

দ্বিতীয় ধাপে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন টিম ম্যানেজমেন্টের সদস্য সহ আরও ১৪ জন। তারা দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই বাড়িতে চুরি

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো

‘হয়তো ভুল অনেক করেছি, ক্ষমা চাইলেন সোহেল রানা

ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে

ভোলায় মসজিদের খতিবকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে ৩ কর্মসূচি ঘোষণা