ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মাদ্রাসা পরিচালক জহুরুল ইসলাম (৪১)কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শাজাহানপুরের বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জহুরুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকার গোলাম মোস্তফার ছেলে। এছাড়া তিনি মাদ্রাসার পরিচালক। শুক্রবার বিকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা জানান, ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ৩০ আগস্ট বিকেলে গাবতলীর ভাঙ্গিরপাড়া জামে মসজিদের সামনে থেকে মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলামের প্রলোভনে পড়ে অপহৃত হয়। পরে তাকে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। পরদিন (৩১ আগস্ট) পুলিশ তাকে উদ্ধার করে।

আরও পড়ুন

ঘটনার পর ওই ছাত্রীর মা বাদি হয়ে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় আসামি জহুরুল ইসলাম পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধৃত জহুরুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন গৃহহীন আনিশা ও মোমেনা

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র দ্বি-কাউন্সিল প্রার্থীদের প্রতীকে প্রতীকে জমে উঠেছে

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান