বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ২ টায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন আহত হয়েছে। ঘটনার পর পরই খবর পেয়ে মাঝিরা সেনানিবাস থেকে শেরপুরগামী সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক সহায়তা করে।
সেনা সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে এবং গুরুতর আহত নারী ও তার দুই সন্তানকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা এবং দুর্ঘটনাস্থলে উপস্থিতি বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করতে সক্ষম হওয়ায় স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য বেলা সোয়া ২ টায় আড়িয়া বাজারে একটি কাভার্ড ভ্যান, ট্রাকের পেছনে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভ্যানচালকসহ এক নারী ও তার সন্তানরা গুরুতর আহত হয়ে ভেতরে আটকে পড়ে ছিলো।
মন্তব্য করুন