ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম বগুড়া জেলা দল।

খেলায় টান টান উত্তেজনার মধ্যদিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বগুড়া জেলা দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও কেউ কাজে লাগাতে না পারায় নওগাঁ জেলা দলকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় বগুড়া জেলা দল। আয়োজকরা জানান, তারুণ্যের উৎসব ও জাতীয় চ্যাম্পিয়নশিপ সামনে রেখেই আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচের।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন করছে। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যদিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং অন্যান্য ইভেন্টগুলো দর্শকদের স্টেডিয়ামে আকৃষ্ট করেছে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন গৃহহীন আনিশা ও মোমেনা

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র দ্বি-কাউন্সিল প্রার্থীদের প্রতীকে প্রতীকে জমে উঠেছে

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান