ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিন দিন যান চলাচল বন্ধ

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিন দিন যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান প্রবেশপথে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন কেউ এই সময়ে প্রবেশ করতে চাইলে প্রোক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাবির স্টাফ বাস ও জরুরি সেবার নির্ধারিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মী ছাড়া) অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

প্রোক্টর অফিস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষককের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বিদেশে নির্বাচনী প্রচার চালানো যাবে না