ডাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করলো ছাত্র অধিকার পরিষদ
_original_1756987520.jpg)
ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদের প্যানেল “ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ”।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা তিনটায় মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন, এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থী রকিবুল ইসলামসহ অন্যান্য সম্পাদকীয় ও সদস্য পদপ্রার্থীরা।
সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, “নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স: মেক দ্যা ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স”— এই স্লোগানকে সামনে রেখে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দখলদারিত্ব ও আধিপত্যবাদের রাজনীতি আর কখনো বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে দেওয়া হবে না।”
ছাত্র অধিকার পরিষদের ঘোষিত ১৪ দফা ইশতেহারের প্রধান বিষয়গুলো হলো—
১. ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা এবং বর্তমান ডাকসুর মেয়াদকালে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা।
২. শিক্ষার্থীদের জন্য One student, one bed, one table লক্ষ্য বাস্তবায়ন; প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত মেধা ও প্রয়োজনভিত্তিক আবাসিক বৃত্তির ব্যবস্থা।
৩. ক্যাম্পাসে মানসম্মত ও সুলভ মূল্যে খাবারের নিশ্চয়তা; প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা।
৪. প্রতিটি শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ বাস্তবায়নের উদ্যোগ; মেধা ও প্রয়োজনভিত্তিক পার্ট-টাইম জব, ইন্টার্নশিপ এবং আউটসোর্সিংয়ের সুযোগ সৃষ্টি।
৫. বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোকে আধুনিকীকরণ করে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর।
৬. পর্যাপ্ত আধুনিক লাইব্রেরি স্থাপন ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই চালু।
আরও পড়ুন৭. রেজিস্টার ভবন সংস্কার ও ভর্তি-সার্টিফিকেট উত্তোলনসহ সব প্রক্রিয়া অটোমেশন ও ওয়ান-স্টপ সার্ভিসে নিয়ে আসা।
৮. একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সম্পর্ক জোরদার করে হিউম্যান রিসোর্স তৈরি।
৯. ক্যাম্পাসে বহিরাগত ও যান চলাচল নিয়ন্ত্রণ; নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা।
১০. পরিবহন সংকট সমাধান; বাসে ট্র্যাকার সিস্টেম চালু; পরিবেশবান্ধব ইলেকট্রিক শাটল ও বিশেষায়িত রিকশা বৃদ্ধি; প্রতিটি রুটে পর্যাপ্ত বাস ট্রিপ ও রাত ৮টায় লাস্ট বাস চালু।
১১. গোলাম মুর্তজা মেডিকেল সেন্টারে আধুনিক সেবা নিশ্চিতকরণ ও হলে ফার্মেসি স্থাপন।
১২. হল ও একাডেমিক ভবন সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থাপনা মেরামত ও পুকুর সংস্কার।
১৩. টিএসসি ও এর বাইরের শিক্ষার্থী সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম।
১৪. মুক্তচিন্তা, মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা; ক্রীড়া, সাহিত্য, শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা জাগ্রত রাখা।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, তাদের লক্ষ্য একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।
মন্তব্য করুন