ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনকে বানচাল করতে একটি অদৃশ্য শক্তি কাজ করছে- হেলালুজ্জামান তালুকদার লালু

নির্বাচনকে বানচাল করতে একটি অদৃশ্য শক্তি কাজ করছে- হেলালুজ্জামান তালুকদার লালু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশে এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় আমাদের লোভ-লালসা পরিহার করে রাজপথে থাকতে হবে। কারণ নির্বাচনকে ঘিরে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। নির্বাচন বানচাল করতে সেই অদৃশ্য শক্তি কখনও পিআর পদ্ধতি আবার কখনও অন্য বাহানা ধরছে।

তিনি আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন শহিদ সৈকত চত্বরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিতে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষের ভোট আর ভালোবাসা নিয়ে বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন এদেশের প্রধানমন্ত্রী। জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র উপদেষ্টা ও ড্যাব’র সাবেক সভাপতি প্রফেসর ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী।

আরও পড়ুন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহীদুন্নবী সালাম, দপ্তর সম্পাদক এড. হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, জিয়া শিশু-কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ¦ মহিদুল ইসলাম রিপন, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিব রতন, শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, পাভেল আহম্মেদ, জরিফুল ইসলাম, সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে কখনো একা ছাড়ব না : আলিয়া ভাট

ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস

নবীজির ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানোর মহিমান্বিত মুহূর্ত ঈদে মিলাদুন্নবী : মির্জা ফখরুল

চিলির বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারি : তারেক রহমান

ফিলিস্তিনের ৩টি মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা