ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ছাত্রসংগঠনগুলোর সমন্বয়ে গঠিত “অপ্রতিরোধ্য ৭১, অদম্য ২৪”প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির ঘটনায় বিক্ষোভ করেছে ছাত্রদল। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে—এটা কীভাবে সম্ভব? অথচ এখনো প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।” তিনি দ্রুত অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনকে গ্রেপ্তার ও একাডেমিক শাস্তির আওতায় আনার দাবি জানান।

ছাত্রদলের আরেক প্রার্থী তানভীর বারী হামিম বলেন, “যদি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রগ কাটে তবে রগ দেবো, কিন্তু নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে আমরা ছাড়বো না।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে “মাজা ভাঙা প্রশাসন” আখ্যা দিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

আরও পড়ুন

ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবির পাশাপাশি ডাকসু নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। কিন্তু নারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। বারবার দাবি জানালেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার রাতেই প্রক্টরের কাছে লিখিত দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। তারা দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

অবশেষে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা : রাকসু নির্বাচন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি ব্যাটার

পুরুষদের প্রতি তামান্নার অনুরোধ

৮ বছর আগে ‘নিখোঁজ’ স্বামীকে ইনস্টাগ্রামে খুঁজে পেলেন স্ত্রী, সঙ্গে অন্য নারী

বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েন বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ