নওগাঁ রাণীনগরে নৌকাডুবিতে নিহত ১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন (৪৮) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার(২রা সেপ্টেম্বর) সকাল ১০ টায় মৃত লোকমান হোসেনের ভাসমান লাশ দেখতে পেয়ে ওই বিল থেকে এরলাকাবাসি উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের ৬ জন মিলে একটি নৌকা নিয়ে পাশের বিল মুনসুর নামক বিলে রাতে মাছ ধরতে যায়। সোমবার মধ্য রাতে হঠাৎ করে ঝড় উঠলে মৎস্যজীবিদের ওই নৌকা পানিতে ডুবে যায়। এসময় নৌকাতে থাকা ৫ জন সাঁতার কাটিয়ে কিনারায় উঠলেও লোকমান হোসেন পানিতে ডুবে নিখোঁজ হয়। মঙ্গলবার সকাল ১০টায় বিলের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ এলাকাবাসি দেখতে পেয়ে উদ্ধার করে। মৃত লোকমান হোসেন হরিশপুর গ্রামের মৃত সতীষ প্রামানিকের ছেলে।
মৃত লোকমান হোসেনের ছোট ভাই বাবু প্রামানিক বলেন, আমার ভাইসহ ৬ জন মিলে এক নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাই। রাত আনুমানিক ২টার দিকে নৌকা থেকে জাল পানিতে ছেরে দেওয়ার পর হঠাৎ করে ঝড় উঠে আমাদের নৌকা পানিতে তলিয়ে যায়। যে যার মতো সাঁতার কাটিয়ে কিনারে উঠলেও আমার ভাই পানিতে ডুবে মারা যায়। মঙ্গলবারি সকাল ১০টায় বিলের মধ্যে আমার ভাইয়ের ভাসমান লাশ পাওয়া যায়।
আরও পড়ুনরাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, আমি খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন