ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১৪, ছবি: দৈনিক করতোয়া ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাহমুদ হাসানের সার ও কীটনাশকের  দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাপড়ীগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এঘটনায় উভয়পক্ষই সংবাদ সম্মেলন করেছে। দোকানি মাহমুদ হাসান উপজেলার কামারদহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি।

স্থানীয়দের ও সংবাদ সম্মেলনের সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বান্না গ্রামে এক ছেলে ও মেয়েকে আটকের ঘটনায় ৫০ হাজার টাকা নিয়ে মীমাংসা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন। এ ঘটনায় ছাত্রদল নেতা মাহমুদ হাসান প্রতিবাদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জের ধরে রিপনের পক্ষের লোকজন মাহমুদ হাসানের দোকানে হামলা চালান। এ সময় দোকানে থাকা লোকজন বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কামারদহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদ হাসান অভিযোগ করে বলেন, রিপন চিহ্নিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তাওহীদ ট্রেডার্সে হামলা চালায়। এতে তার পক্ষের তানভীরসহ ১০ জন আহত হয়েছেন। দোকান ভাঙচুর ও মালামাল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নগদ টাকা লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন বলেন, শালিসে যে ৫০ হাজার টাকা পাওয়া গিয়েছিল, তা সংশ্লিষ্টদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও মাহমুদ হাসান বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি করেন। এ কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে উল্টো তার  লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের চারজন আহত হয়েছেন বলেও দাবি করেন রিপন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে থানার এএসআই আলমগীর হোসেন ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৭৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা 

বরিশালে বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংকসমূহের উদ্যোগে সুইফট (SWIFT)  বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন

ধামরাইয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার