ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আবারও সিটি স্ক্যান করার জন্য নেওয়া হচ্ছে নুরকে

ছবি : সংগৃহীত,আবারও সিটি স্ক্যান করার জন্য নেওয়া হচ্ছে নুরকে

রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে পুনরায় সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

নুরের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে যে, নুরকে আবারও সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।


ভিডিওতে দেখা যাচ্ছে নুরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে রয়েছেন দলের নেতাকর্মী ও চিকিৎসকরা। হাসপাতালের লিফটে তোলা হচ্ছে তাকে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘নুর ভাইকে আবারও সিটি স্ক্যান করার জন্য নেয়া হচ্ছে!’ অ্যাডমিনের পক্ষ থেকে পোস্টটি করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

নুরের সেই পোস্টে মন্তব্য করে তার জন্য দোয়া চেয়েছেন অনুরাগীরা। অনেকেই মন্তব্য করে লিখেছেন, ‘আল্লাহ ভাইকে সুস্থতার নিয়ামত দান করুক আমিন।’ কেউ কেউ নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।

আরও পড়ুন

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৭৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা 

বরিশালে বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংকসমূহের উদ্যোগে সুইফট (SWIFT)  বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন

ধামরাইয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার