ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ শেষে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির আগে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র এড.একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, আজ আনন্দের দিন, গৌরবের দিন। আজকের এদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া এদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধিশালী দেশ উপহার দিয়েছেন। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন শহীদ জিয়া। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন জিয়াউর রহমান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। আর এই সময়ে বিএনপিকে ধ্বংস করতে যা যা করণীয় তাই করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু জনগণ সাথে আছে বলেই আ’লীগ ১৭ বছরে বিএনপিকে ধ্বংস করতে পারেনি।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও এখনো ষড়যন্ত্র থেমে নেই। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে জেনে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ তা হতে দেবে না।

আরও পড়ুন

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সহ দিনের অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন ও মাহবুবুর রহমান হারেছ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা এড. একেএম সাইফুল ইসলাম, সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, মাহবুবর রহমান বকুল, ডাঃ মামুনুর রশিদ মিঠু আব্দুল মুহিত তালুকদার, পিপি এড. আব্দুল বাছেদ, মোর্শেদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, দফতর সম্পাদক এড. কে এম হুমায়ুন কবির, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব মো. ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, জেলা তাঁতী দলের সভাপতি মো. সারওয়ার, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহজাদী লায়লা আরমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আকতার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক এড. আব্দুল মতিন মন্ডল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।

এর আগে  বগুড়া জেলা বিএনপির উদ্যোগে এবং বগুড়া ড্যাবের সহযোগিতায় সকাল সাড়ে ১০ টায় শহরের দত্তবাড়ীস্থ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি-চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। ফিতা কেটে এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।

আগের নেতৃবৃন্দ ছাড়াও ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা: আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডাঃ এম এ ওয়াহেদ, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ।

পরে বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলেও উল্লেখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ট্রাকযোগে র‌্যালিতে অংশ নেয় এবং দিনব্যাপি দেশাত্ববোধক গান পরিবেশন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা