ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার মহিমাগঞ্জে প্রশাসনের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় আহত ২

গাইবান্ধার মহিমাগঞ্জে প্রশাসনের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় আহত ২, প্রতীকী ছবি

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনের বিরুদ্ধে প্রশাসনের আভিযানিক দলের ওপর সন্ত্রাসী হামলায় দুই সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া বাঙালি নদীর শাখায় পানির প্রবাহ রোধ করে নিষিদ্ধ ঘোষিত খরা জাল (ফিক্সড) ইঞ্জিনের মাধ্যমে বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাশালীদের ছত্র-ছায়ায় দেশীয় সকল প্রজাতির মাছ নিধনের মহোৎসব চলছিল।

এ অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর বাঙ্গালী শাখা নদীতে খরা জাল (ফিক্সড) ইঞ্জিনের বিরুদ্ধে অভিযান চালান।

আরও পড়ুন

এ অভিযান চলাকালে ১০-১৫ জনের সংঘবদ্ধ একটি দল অভিযানে অংশ নেয়া টিমের সদস্যদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে। এতে হাসান ও নবানু নামে টিমের দুই ব্যক্তি আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ দেয়া হবে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ দায়ের হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় নকল মনমোহন বিড়ি কারখানায় অভিযান দুই যুবক আটক

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চারজন চিকিৎসক

শরৎ ঋতুর প্রথম মাস ভাদ্রে খাঁ খাঁ করছে প্রকৃতি, পুড়ছে জনজীবন