পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : পৈতৃক সম্পত্তি থেকে জোর করে উচ্ছেদ চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের মিজানুর রহমান এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা ভাই-বোনেরা মিলে সুতানারা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ২২০২ দাগে ১৪ শতক জায়গায় দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় ওই জায়গা নিজেদের দাবি করে একই এলাকার শ্রমিকদল নেতা লিটনের নেতৃত্বে ১০/১২ জন গত ২০ আগস্ট সকালে তার অনুপস্থিতিতে বাসায় প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
এসময় তার স্ত্রী রেখা আক্তারসহ পরিবারের লোকজন বাধা প্রদান করলে তারা তার সাথে অশ্লীল আচরণ করে এবং তাকে মারপিটে গুরুতরভাবে আহত করে। এসময় তার মেয়ে ফারজানা স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও বেদম মারপিট করা হয়।
আরও পড়ুনতাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তারা এই জায়গা থেকে উচ্ছেদ করতে প্রয়োজনে খুন করবে বলেও শাসিয়ে যায়। এমনকি তারা এখন পর্যন্ত বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ প্রাণনাশের ভয় দেখিয়ে যাচ্ছে। যেকোন মুহূর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমতাবস্থায় তিনি ও তার পরিবারের লোকজন নিরাপাত্তাহীনতার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। তাই তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মন্তব্য করুন