ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে অভিযান চালায় যৌথবাহিনী।

অভিযানে আটককৃতরা হলেন- দেবীডুবা ইউনিয়নের গালান্ডি এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় এবং একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে অনলাইন জুয়া পরিচালনার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়।

ধনঞ্জয় রায় নামে এই চক্রের একজন সদস্য পলাতক রয়েছে। অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন ফোন, ১৬টি সিমকার্ড, একটি সিপিইউ, দু’টি ক্যামেরা, তিনটি রেজিস্টার এবং ২৪ হাজার টাকা জব্দ করে যৌথবাহিনী। পরে অভিযান শেষে আটকৃতদের জব্দকৃত আলামতসহ দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ