ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

ফারুক আনোয়ারের কথায় সম্রাটের সুরে গাইলেন তারা দু’জন

ফারুক আনোয়ার।

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই কিংবদন্তী সঙ্গীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ’র একসঙ্গে অন্ততঃ একটি হলেও দ্বৈত গান করার ইচ্ছের খবর প্রকাশিত হয়। মূলত খুরশীদ আলম ও লীনু বিল্লাহ সাংবাদিক অভি মঈনুদ্দীনের কাছেই তাদের এই স্বপ্নের কথা প্রকাশ করেন। যে কারণে পরবর্তীতে সেই স্বপ্নের কথা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ হিসেবে প্রকাশ পায়। আর সেই সংবাদ’ই চোখে পড়ে কানাডায় বসবাসরত সাবেক সেনা কর্মকর্তা ও গুনী গীতিকার ফারুক আনোয়ারের। তিনি এই প্রজন্মের মেধাবী শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক সম্রাট আহমেদ’র মাধ্যমে খুরশীদ আলম ও লীনু বিল্লাহর সঙ্গে যোগাযোগ করেন।

দু’জনের সঙ্গে পরামর্শ করে ‘বন্ধু ও ভাই’ শিরোনামের একটি গান লিখেন। যে গানের কথা খুরশীদ আলম ও লীনু বিল্লাহর ভীষণ ভালোলেগে যায়। যেহেতু ফারুক আনোয়ার সুদূর কানাডাতে বসেই এফ এ মিউজিক’র প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। তাই ‘এফ এ মিউজিক’এ প্রকাশের জন্যই ফারুক আনোয়ার ‘বন্ধু ও ভাই’ গানটি দুজনকে দিয়ে গাওয়ানোর জন্য সম্রাটকে চুড়ান্ত প্রস্তুতি নিতে বলেন। এরপর সম্রাট আহমেদই গানের সুর ও সঙ্গীত করেন। এরইমধ্যে খুরশীদ আলম ও লীনু বিল্লাহ গানটিতে কন্ঠ দেবার পর গাজীপুরের কালীগঞ্জে লীনু বিল্লাহরই একটি রিসোর্টে ‘বন্ধু ও ভাই’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। কানাডা থেকে গীতিকার ফারুক আনোয়ার বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমাদের সঙ্গীতাঙ্গনের এমন কিংবদন্তী দুজন শিল্পীর জন্য গান রচনা করতে পেরেছি। তারা বন্ধু ও ভাই নিয়ে গীতিকবিতা পছন্দ করেছেন, যেন এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।

খুরশীদ আলম বলেন,‘ আমি শুরুতেই আন্তরিত ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে। কারণ তার কাছেই এমনই এমনই গল্প করেছিলাম যে, যদি এমন হতো দুই বন্ধু মিলে একটি গান করা যেতো, তাহলে খুউব ভালো হতো। অভি তা খবরে রূপান্তর করে ফারুক আনোয়ারের দৃষ্টিতে নিয়ে এলো। হয়েগেলো বন্ধু ও ভাই শিরোনামের গান। সম্রাট চমৎকার সুর সঙ্গীত করেছে। ধন্যবাদ ফারুক আনোয়ার ও সম্রাট আহমেদকে এতো বড় একটি কাজ করার জন্য।’

লীনু বিল্লাহ বলেন,‘ গল্পের ছলেও যে এভাবে একটি গান সত্যি সত্যিই হয়ে যেতে পারে এই গানটিই তার প্রমাণ। আমার বিশ্বাস বন্ধু ও ভাই গানটি সবার মনে গেঁথে রবে এবং বহুকাল শ্রোতা দর্শকের মাঝে বেঁচে থাকবে কালজয়ী গান হিসেবে। এফ এ মিউজিকের জন্য অনেক অনেক শুভ কামনা।’

আরও পড়ুন

সম্রাট আহমেদ বলেন,‘ এ আমার পরম সৌভাগ্য এবং অনেক বড় অর্জন যে আমি দুজন কিংবদন্তী শিল্পীর জন্য গান করতে পেরেছি।’

সম্রাট জানান, শিগগিরই ‘বন্ধু ও ভাই’ গানটি ‘এফ এ মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার