নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:১০ বিকাল
স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা এখন তাদের এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির যাত্রায় সহায়তা এবং ক্যাশলেস একটি সমাজ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন এ সুবিধাটি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্প্রতি এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর ফিচার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাংকটির ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যাদের মাঝে উলেখযোগ্য হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও পি.ডি. সিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, চিফ টেকনোলজি অ্যান্ড অপারেশন্স অফিসার খালেদ আজিজ, এবং প্রাইওরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হেড ফয়সাল হক। দেশে সমন্বিত ও আন্তঃসম্পর্কিত ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোডের মাধ্যমে লেনদেন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ইতোমধ্যেই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সঙ্গে পুরোপুরি সংযুক্ত। এবার এর সাথে যুক্ত হলো বাংলা কিউআর সুবিধাও। এর ফলে ব্যাংকটির গ্রাহকদের জন্য সারাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ ও নির্বিঘ্ন হবে। বাংলা কিউআর পেমেন্ট ফিচারের মাধ্যমে গ্রাহকরা এখন এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন করতে পারবেন। অ্যাপের মাধ্যমে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করলেই অতি অল্প সময়ে ই-পেমেন্ট হয়ে যাবে। স্থানীয় বাজার, দোকান বা রেস্তোরাঁসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা বা কার্ড ছাড়াই কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধাটি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের মোবাইল অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে এই সুবিধা। এই উদ্যোগ ব্যাংকটির ডিজিটাল সেবাগুলোকে করেছে সমৃদ্ধ এবং গ্রাহকদের ব্যাংকিংঅভিজ্ঞতাকে করেছে আরও সহজ। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং, লুৎফুল হাবিব বলেন, “এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর ফিচার যুক্ত করার মাধ্যমে গ্রাহকরা এখন আরও সহজ ও সুবিধাজনকভাবে পেমেন্ট করতে পারবেন। গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এর ১২০ বছরের যাত্রায় দেশের ব্যাংকিং খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।”
মন্তব্য করুন