ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

অন্ধকার কাটেনি মওলানা ভাসানী সেতুর, ল্যাম্পপোস্টের তার চুরির পর এবার সেতুর রিফ্রেক্টর লাইট চুরি

অন্ধকার কাটেনি মওলানা ভাসানী সেতুর, ল্যাম্পপোস্টের তার চুরির পর এবার সেতুর রিফ্রেক্টর লাইট চুরি। ছবি : দৈনিক করতোয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ল্যাম্প পোস্টের সাথে লাইন সংযোগের বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের রাতেই আবারও সেতুতে বসানো রিফ্রেক্টর লাইট সবগুলো চুরি হয়ে যায়।

এদিকে এখনো অন্ধকার কাটেনি স্বপ্নের মওলানা ভাসানী সেতুর। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগ রক্ষাকারী তিস্তা নদীর  ওপর এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়।

যথারীতি সেতুর উদ্বোধনও করা হয়েছে। চুরির ঘটনায় চায়না সাসেক প্রজেক্ট’র সিকিউরিটি ইনচার্জ (হরিপুর তিস্তা ব্রিজ) নুরে আলম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন গত ২২ আগস্ট রাতে।

পরের দিন রাতেই আবারও সেতুতে বসানো রিফ্রেক্টর লাইটগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়। সেতুর নির্মাণ কাজের অংশ হিসেবে সেতু ও সেতুর উভয় পাশে ল্যাম্প পোস্ট স্থাপন করা হয়। সেতু উদ্বোধনের বেশ কয়েকদিন আগে ল্যাম্প পোস্টের সাথে ক্যাবল সংযোগ করে জেনারেটর দিয়ে টেস্টিং সম্পন্ন করা হয়। পরে পল্লী বিদ্যুৎ বিভাগ তাদের বিদ্যুৎ সংযোগ দেয়।

আরও পড়ুন

বিদ্যুৎ সংযোগের পর ল্যাম্প পোস্টের লাইটগুলো না জ্বলার কারণ খুঁজে না পাওয়ায় সেতু উদ্বোধনের পরও রাতে অন্ধকারে নিমজ্জিত থাকে সেতু ও সেতু এলাকা। অবশেষে গত বৃহস্পতিবার সন্ধৗায় অনুসন্ধানে ধরা পড়ে আন্ডার গ্রাউন্ডের ৩১০ মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এজাহার মতে, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, ল্যাম্প পোস্টের সাথে ক্যাবল সংযোগ করে জেনারেটর দিয়ে টেস্টিং সম্পন্ন করার পরে পল্লী বিদ্যুৎ বিভাগ তাদের বৈদ্যুতিক লাইন সংযোগ দেয়।

সেতু উদ্বোধনের আগের দিন দেখা যায়, লাইটগুলো জ্বলছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারি ক্যাবল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, জেনারেটর দিয়ে টেস্টিং এবং বিদ্যুৎ সংযোগের মধ্যবর্তী কোন এক সময়ে ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে আমি থানায় জিডি করতে বলেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তবর্তী সরকার কখনই ভুলে যায় না একটি অভ্যূত্থানের মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছে- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মুন্সিগঞ্জে ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতামূলক কর্মশালা

পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “ওরিয়েন্টেশন প্রোগ্রাম”

মিডল্যান্ড ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দিবে সিগাল গ্রুপ

ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের অফিসিয়াল হ্যান্ডওভার অনুষ্ঠান সম্পন্ন