ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা জয়

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা জয়

চলে গেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। গত ১৫ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ আগস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে। তবে শেষরক্ষা হলো না জয়ের।

আজ সোমবার (২৫ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন টালিউড তারকা জয়। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

তার সঙ্গে থাকা ছোটু নামের এক যুবক জানিয়েছেন, সিওপিডি’র রোগী ছিলেন অভিনেতা। গত ১৫ আগস্ট অসুস্থ হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিনই ভেন্টিলেশনে দিতে বলা হয় তারকাকে। এরপর গত ১৬ তারিখ বের করা হলেও পরদিন  ১৭ আগস্ট ফের ভেন্টিলেশন দিতে হয় অভিনেতা জয়কে।

এরপর এদিন সকালে হার্ট অ্যাটাক হয়। আর বেলা ১১টা ৩৫ মিনিটে মৃত্যু হয় অভিনেতার।

আরও পড়ুন

একসময় অভিনেত্রী চুমকি চৌধুরীর সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে ছিলেন জয়। দুই বাড়িতে মেনেও নেয় এই সম্পর্ক। বিয়ের কথাও হয়।

তবে বিচ্ছেদ হয়ে যায়। ‘অভাগিনী’ আর ‘হীরক জয়ন্তী’ দুটো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছিলেন জয় আর চুমকি। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আর একসঙ্গে কাজ করেননি।

দীর্ঘ কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে অভিনয়ের পর ২০১৪ সালে রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা জয়। নির্বাচনে বীরভূম থেকে মনোনয়নও দেয়া হয়েছিল তাকে। কিন্তু তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উলুবেরিয়া কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। এ নির্বাচনেও পরাজিত হন অভিনেতা। এর পরপরই অবশ্য রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতা জয়ের। বিভিন্ন সময় দলের বিরুদ্ধেও কথা বলতে দেখা গেছে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার