ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

নওগাঁয় কিশোরীকে ধর্ষণ ও অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন

নওগাঁয় কিশোরীকে ধর্ষণ ও অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি: তিন বছর আগে নওগাঁর পত্নীতলা উপজেলার এক কিশোরীকে (১৩) অপহরণ এবং ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- নওগাঁ সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের আব্দুস সালাম (৩৮)। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী মো. আতিকুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় ঘোষণার সময় আব্দুস সালামসহ মামলার এজহারভুক্ত চার আসামির মধ্যে আদালতে তিনজন উপস্থিত ছিলেন।

রায়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অপহরণের দায়ে নারী ও নির্যাতন দমন আইন অনুযায়ী ১৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। অন্যদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় শুনানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজার থেকে প্রায় ১শ’ গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর থেকে ১৩ বছর বয়সী ওই নাবালিকা মেয়েকে অপহরণ করে আসামি আব্দুস সালাম। অপহরণের পর নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরসভার ভবানীপুর এলাকায় মোজাফফর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে আব্দুস সালাম ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।

আরও পড়ুন

অপহরণের ঘটনায় ওই কিশোরীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে থানা পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কিশোরীকে উদ্ধারে অভিযানে নামে। অপহরণের ২৮ দিন পর ওই বছরের ১০ আগস্ট নওগাঁ পৌর এলাকার ভবানীপুর এলাকার ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে এবং প্রধান অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেফতার করে র‌্যাব।

অভিযুক্ত আসামি আব্দুস সালাম আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম মোজাফফর হোসেনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য, উভয়পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক এবং মামলার নথিপত্র বিশ্লেষণ করে আদালত আব্দুস সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী রায় ঘোষণা করেন।

 রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজী মো. আতিকুর রহমান। আসামিপক্ষে মামলা শুনানি করেন আইনজীবী ফাহমিদা কুলসুম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে

ভোটাররা চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসীদের পছন্দ করে না- গোলাম রব্বানী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক