ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ। প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪১) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চরে ঘটনাটি ঘটে। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নুর মোহাম্মদ উলিপুর উপজেলা কামালখামার এলাকার জহুরুল হকের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার ঘাট থেকে ২০-২৫জন গরু ব্যবসায়ীকে নিয়ে একটি নৌকা সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের খেওয়ারচর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। নৌকাটি নৌ পথে কাজিয়ার চর এলাকায় পৌঁছালে নুর মোহাম্মদ চলন্ত নৌকার কিনারায় এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

ব্যবসায়ীর চাচা আরেক গরু ব্যবসায়ী মশিউর রহমান জানান, তারা কয়েকজন ব্যবসায়ী মিলে গরু কেনার জন্য খেওয়ার চর হাটে যায়। ব্যবসায়ী অংশীদাররা তার কাছে গরু কেনার দুই লাখ ৭০ হাজার টাকা রাখেন। এছাড়াও তার নিজস্ব কিছু টাকা ছিল। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ তারাও অনেক খোঁজাখুঁজি করছেন।

আরও পড়ুন

নামাজের চর তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির স্টেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদে খরস্রোত। আর যেখানে ঘটনা ঘটেছে এর গভীরতা অন্তত ২০ ফুট। ফলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন ডিসি

মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন