ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার, ছবি: দৈনিক করতোয়া।

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত ওই কিশোরকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশুটি। অভিযুক্ত ওই কিশোর ভুক্তভোগী শিশুটিকে খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটির কান্না শুনে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এদিকে, ঘটনাটি প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুর পরিবারের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, তারা শিশুটির বাসায় গিয়ে মারধরের হুমকিও দিয়েছে। 

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, গত ১৪ তারিখ আমি সারাদিন কাজে বাইরে ছিলাম। বাসায় ফিরে দেখি আমার মেয়েকে ওই ছেলে ধর্ষণ করেছে। আমি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাই। মেয়ের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ওই ছেলের বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন যাতে আমি মামলা না করি। আমি রাজি না হওয়ায় তারা আমার বাসায় এসে মারধরের হুমকিও দিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

আরও পড়ুন

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, শিশুটির বাবার এজাহার পাওয়ার পর বুধবার রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। শিশুটি বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। আসামিকে হেফাজতে নিতে পুলিশ কাজ শুরু করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৬ বাংলাদেশি

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সম্রাট নন : লুলা

টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড নেন মডেলরা : ওমর সানী

‘ইসরাইলের পতন নিশ্চিত’

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশের অনুমোদন