ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কোচাশহর-ফাঁসিতলা সড়ক 

গোবিন্দগঞ্জে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কোচাশহর-ফাঁসিতলা সড়ক, ছবি: দৈনিক করতোয়া ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত কোচাশহর-ফাঁসিতলা সড়কটি যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। গত কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে তা আরও চরম আকার ধারণ করেছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রীকে প্রতিদিন চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুটিরশিল্প এলাকা হিসেবে পরিচিত কোচাশহর এর চারমাথা মোড় থেকে ফাঁসিতলা বাজার পর্যন্ত  প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ চারমাথায় যানজট দীর্ঘ হলে মহিমাগঞ্জ থেকে বগুড়া, দিনাজপুর ও রংপুরমুখী যানবাহনগুলো বিকল্প হিসেবে সড়কটি ব্যবহার করে থাকে। ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহন এ সড়ক দিয়ে মহিমাগঞ্জ হয়ে সাঘাটাসহ আশেপাশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নের শাখা সড়কে যেতে হলেও সড়কটি ব্যবহার করতে হয়। এলজিইডি থেকে কয়েক বছর আগে সড়কটি সংস্কার করা হয়। তারপর থেকে সড়কটিতে প্রয়োজন হলেও আর কোনো সংস্কার বা উন্নয়ণ করা হয়নি।

মহিমাগঞ্জ এলাকায় রংপুর চিনিকলসহ বেশ কয়েকটি ভারি শিল্প কারখানা থাকায় সবসময়ই এ সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। ব্যস্ত সড়কটিতে প্রতিদিন ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, নসিমন, ইজিবাইক, অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে অনেক আগেই কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে।

ওই সড়কের পাশে অবস্থিত হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে চাঁদপাড়া বাজার পর্যন্ত সড়কটির অনেক জায়গা ভেঙেচুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ধর্মা কাজীপাড়া অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। খানাখন্দে পড়ে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কোনো যানবাহন গর্তে আটকে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে থাকে। সড়কের এই বেহাল অবস্থার কারণে সেখানে যানবাহন চলাচলও কমছে। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটি মেরামতের জন্য এলজিআইডি কর্তৃপক্ষকে বার বার অবহিত করেও কোনো সাড়া মিলছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা শাহাদুল ইসলাম বলেন, সড়কটি আগে রংপুর চিনিকলের আওতায় ছিল। তাদের প্রয়োজনেই তখন তারা নিয়মিত সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। এখন সড়কটির বেহাল থাকায় প্রতিদিন দূরদূরান্ত  থেকে আসা লোকজন বহু কষ্টে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন

কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক বলেন, কোচাশহর-ফাঁসিতলা সড়কটি অতন্ত গুরুত্বপূর্ণ সড়ক। আমি এই সড়ক মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। ইতিমধ্যে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি ভারি বর্ষণ হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে জরুরি ভিত্তিতে ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে সড়কটি মেরামত করার চেষ্টা করবো। 

গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, কোচাশহর-ফাঁসিতলা সড়কে খানাখন্দের বিষয়ে শুনেছি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র

স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করবে ডাকসু: জিএস ফরহাদ

আশা করছি রাকসু ও চাকসু নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে : শিক্ষা উপদেষ্টা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২