ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘন্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার দ্বিতীয় ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সাথে ঘাঘট নদীর পাড়ে একটি কলা বাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী পাড় হওয়ার সময় ছোট ভাই নাজিমকে কাঁধে করে নদী পাড় করার চেষ্টা করে স্বাধীন। কিন্তু নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোট ভাই নাজিম ডুবে যায়।

স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানালে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও তাদের দলে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেননি।

আরও পড়ুন

পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। অবশেষে আজ বুধবার (২০ আগস্ট) ভোরে নাজিমের মরদেহ নদীর পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমান: তাজুল ইসলাম

জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

এডাস্টে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা ও পাঠ্যক্রমের সামঞ্জস্যতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছেন ‘রাকসু’ প্রার্থীরা

বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড