ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

এডাস্টে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা ও পাঠ্যক্রমের সামঞ্জস্যতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপংকর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) ‘ফলাফল ভিত্তিক শিক্ষা প্রক্রিয়া (ওবিই),পাঠ্যক্রমের সামঞ্জস্যতা (কারিকুলাম এলাইনমেন্ট) ও শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ (অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস)’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে ‘আইকিউএসি’এর উদ্যোগে এক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির। তিনি ফলাফল ভিত্তিক শিক্ষা প্রক্রিয়া, পাঠ্যক্রমের সঠিক সামঞ্জস্যতা  এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে আধুনিক উচ্চশিক্ষার মানোন্নয়নে OBE ভিত্তিক কারিকুলামের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকদের একযোগে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দক্ষ ও মানবিক মানব সম্পদ  গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ‘আইকিউএসি’ টীমকে ধন্যবাদ দেন।

কর্মশালার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন। তিনি কর্মশালার সার্বিক আয়োজন ও  ‘আইকিউএসি’এর উদ্যোগে এ আয়োজনে সকল শিক্ষকদের অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। 

আরও পড়ুন

এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। এই কর্মশালাটি শিক্ষকদের মধ্যে ফলাফল-ভিত্তিক শিক্ষা পদ্ধতির (আউটকাম-বেইজড এডুকেশন) বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

আইকিউএসির অতিরিক্ত পরিচালক মাজিদ ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএসির পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক  নাসীর উদ্দীন আহাম্মেদ, এডাস্ট রেজিস্ট্রার জনাব আবদুল কাইউম সরদারসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

আজ সকালের পর তিস্তার পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে

ডিজিটাল লেনদেনে দুর্নীতি-অর্থপাচার নিয়ন্ত্রণ সম্ভব : গভর্নর

কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

কেন্দুয়ায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২