বগুড়ার সোনাতলায় ২টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার ব্যক্তি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের খাটিয়ামারি চর থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৮ আগস্ট) সোনাতলা থানার এএসআই হোসেন আলী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের খাটিয়ামারি চর এলাকার মৃত নাসিম উদ্দিন বেপারীর ছেলে তোজাম্মেল হোসেন বেপারীর (৩৭) বাড়িতে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল রান্না ঘরের মাটির নিচ থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোটরসাইকেল ২টি রেজিষ্ট্রেশন বিহীন।
এর একটি হচ্ছে ১০০ সিসি বাজাজ অপরটি কালো রঙের ১৫০ সিসি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল। এসময় ওই বাড়ি থেকে আটককৃত তোজাম্মেল হোসেন বেপারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, গ্রেফতারকৃত তোজাম্মেল হোসেন বেপারী আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজাতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ৮ মাসে প্রায় ২০-২৫টি মোটরসাইকেল চুরি হয়েছে।
মন্তব্য করুন