প্রেমিকার কাছে মহান সাজতে নাসা থেকে চাঁদের পাথর চুরি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকার মন জয় করতে কেউ ফুল দেয়, কেউ কবিতা লিখে—কিন্তু থাড রবার্টস চেয়েছিলেন আরও বড় কিছু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক ইন্টার্ন এই যুবক প্রেমিকার জন্য চুরি করেছিলেন আসল চাঁদের পাথর!
২০০২ সালে, ২৪ বছর বয়সী রবার্টস তার প্রেমিকা টিফানি ফাউলারসহ চারজনের একটি দল নিয়ে নাসার কড়া নিরাপত্তা ভেদ করে ল্যাব থেকে ৭.৭ কেজি ওজনের চাঁদের পাথর চুরি করেন। প্রতিটি গ্রামের বাজার মূল্য ছিল ১,০০০ থেকে ৫,০০০ ডলার। উদ্দেশ্য ছিল একেবারেই ব্যক্তিগত—প্রেমিকার সঙ্গে ‘চাঁদের মাটিতে’ থাকার স্বপ্ন পূরণ করা।
রবার্টস সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে, নাসা কর্মীদের জন্য তৈরি ব্যাজ ও বিশেষ পোশাক পরে এই ‘মিশন’ সম্পন্ন করেন। পরে বেলজিয়ামের এক ক্রেতার কাছে বিক্রির চেষ্টা করলে ক্রেতা সন্দেহ পোষণ করে এফবিআইকে জানায়। গোপন অভিযানে ফাঁদ পেতে পুরো দলকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনরবার্টস পরবর্তীতে বলেন, “আমি এটা করেছি ভালোবাসার জন্য, যাতে মনে হয় আমরা এমন কিছু করছি যা আগে কেউ করেনি।” আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড দেয়, যদিও ২০০৮ সালে মুক্তি পান। বান্ধবী ফাউলার ও এক সহযোগীকে সমাজসেবা, গৃহবন্দী ও জরিমানা করা হয়; অপর আরেকজনকে ৬ বছরের সাজা দেওয়া হয়।
কারাগারে থাকাকালীন রবার্টস ৭০০ পৃষ্ঠার একটি বই লেখেন এবং বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় পদার্থবিদ হিসেবে কাজ করছেন। তার কীর্তি নিয়ে ২০১১ সালে ‘সেক্স অন দ্য মুন’ নামে একটি বইও প্রকাশিত হয়।
মন্তব্য করুন