ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

ছবি : সংগৃহীত,স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) দেশটিতে পালিত হচ্ছে দিবসটি। ১৯৪৭ সালের এদিন ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল দেশটি।

সংবাদমাধ্যম ভাস্কর জানিয়েছে, মোদি এবারই প্রথমবারের মতো এ দীর্ঘ এবং ১০০ মিনিটের বেশি ভাষণ দিয়েছেন। এছাড়া দিল্লির লালকেল্লা থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই দীর্ঘ বক্তব্য।

গত বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন। এরআগে তিনি সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন ২০১৬ সালে। সে বছর ৯৬ মিনিট কথা বলেছিলেন তিনি।

অপরদিকে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ২০১৭ সালে। ওই বছর জাতির উদ্দেশ্যে মাত্র ৫৬ মিনিট কথা বলেন তিনি। এখন পর্যন্ত স্বাধীনতা দিবসে মোট চারবার— ২০১৯, ২০২০, ২০২৩ এবং ২০২৪ সালে মোদি ৯০ মিনিটের বেশি কথা বলেছেন।

মোদির আগে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন জওহর লাল নেহরু (১৯৪৭ সালে ৭২ মিনিট), আই কে গুজরাল (১৯৯৭ সালে ৭১ মিনিট)।

আরও পড়ুন

জওহর লাল নেহরুর ৭২ মিনিটের বক্তব্য রাখার রেকর্ডটি ২০১৫ সালে প্রথম ভাঙেন মোদি। সে বছর ৮২ মিনিট কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসে সবচেয়ে কম সময় কথা বলার রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধী ও জওহর লাল নেহরুর। তারা দুজনেই মাত্র ১৪ মিনিট কথা বলে নিজেদের বক্তব্য শেষ করে দিয়েছিলেন।

সূত্র: ভাস্কর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

এবার ভুটানের লিগে খেলতে গেলেন আফঈদা ও স্বপ্না

নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা