ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ভেতর থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসাথে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায়।

গ্রেফতার মাদক কারবারিরা হলো- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২), মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।

অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ভূমি অফিসের সামনে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অন্যদিকে একই স্থানে রাত ৩ টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদলের দোয়া মাহফিল,তবারক বিতরণ ও দুস্তদের মাঝে খাবার বিতরণ

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির গম্বুজ ধসে নিহত ৫

রংপুরে তিন উপজেলার তিন পতিত আ’ লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

খালেদা জিয়ার জন্মদিনে খাবার বিতরণ করেন জবি ছাত্রদল নেতা মাহমুদ

নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন