ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বনানীতে সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

নিহত যুবক রাহাত হোসেন রাব্বি (৩১)

রাজধানী ঢাকার বনানীতে সিসা লাউঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান ২ আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই ঘটনায় আরও চারজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দোতলায় সিসা বারের বাইরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রাব্বি মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর ছেলে। তিনি মহাখালী হাজারীবাড়ি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বির পায়ে ছুরিকাঘাত করে তাঁর পূর্বপরিচিত কয়েক যুবক। গুরুতর অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ‘৩৬০ ডিগ্রি সিসা বার’ থেকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বের হচ্ছেন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা রাব্বি। তাঁর পেছনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক। এর পর একে একে আরও দুই যুবক বের হয়। ভবনের দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে তাদের মধ্যে কী নিয়ে যেন তর্ক হয়। একটু পর আরেক যুবককে সিসা বার থেকে নামতে দেখা যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাব্বিকে অন্য যুবকরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এ সময় রাব্বি আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এর মধ্যে পায়জামা-পাঞ্জাবি পরা এক যুবক তাঁকে ছুরিকাঘাত করতে থাকে। কালো টি-শার্ট ও প্যান্ট পরা এক যুবক (তাঁর নাম খোকন) বাধা দিতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারীরা। ততক্ষণে লিফটের সামনের ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা খোকন এগিয়ে এসে ধরলে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। পরে কয়েকজন ধরাধরি করে তাঁকে নিচে নামিয়ে আনেন। 

পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা রাব্বির পূর্বপরিচিত। রাব্বির সঙ্গেই চারজন সিসা বার থেকে নামে আর দু-তিনজন সিঁড়িতে ওত পেতে ছিল। এই ঘটনার পেছনে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা, তার তদন্ত চলছে।

ওসি রাসেল সারওয়ার বলেন, ভোরে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে হামলার খবর পেয়ে পুলিশ যায়। তবে তার আগেই রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৭৬-এ শেষ হলো সঞ্জিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’

রাজশাহীতে একই বাড়িতে স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের লাশ, চিরকুটে অভাবের কথা

ছোট্টবেলার বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত মানস বন্দ্যোপাধ্যায়

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের ড্রেনম্যান ও পাহারাদারকে গলাকেটে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকায় ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন