ঢাবিতে বুক অলিম্পিয়াডের আয়োজনে বইপড়ার গল্প-আড্ডা অনুষ্ঠিত
_original_1755170445.jpg)
স্টাফ রিপোর্টার: বুক অলিম্পিয়াডের দ্বিতীয় মৌসুম উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে `বইপড়ার গল্প-আড্ডা' অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল দশটায় বুক অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
বুক অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তালহা সাহাল রাফের সভাপতিত্বে আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুক অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি, লেখক ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুক এবং সাধারণ সম্পাদক সেঁজুতি হাসান।
আরও পড়ুনবুক অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নওরিন তাবাসসুম মাহিয়া, রেজাউল হক শামীম, জান্নাতুল ফেরদৌস অহনা, শেখ তাহেরা তুলি ও মোনালিসা ইসলাম তাদের নিজ নিজ বইপড়ার অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময় করেন।
উল্লেখ্য, গত ২০ জুন স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে দেশে প্রথমবারের মত বুক অলিম্পিয়াডের জাতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করার পর দ্বিতীয় মৌসুমের বাছাই ও জাতীয় পর্বের প্রস্তুতিকে সামনে রেখে এই আড্ডার আয়োজন করা হয়।
মন্তব্য করুন