ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ০৭:৪৭ বিকাল

এশিয়ান সায়েন্স পোস্টার প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য: নেপথ্যে ঢাবির ৬ শিক্ষার্থী

এশিয়ান সায়েন্স পোস্টার প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য: নেপথ্যে ঢাবির ৬ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি: আন্তর্জাতিক অঙ্গনে বিজ্ঞানচর্চায় বাংলাদেশের আরেকটি উজ্জ্বল অর্জন যোগ হলো। আন্তর্জাতিকভাবে মর্যাদাসম্পন্ন এশিয়ান সায়েন্স ক্যাম্প (ASC) ২০২৫ এর পোস্টার উপস্থাপন প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থীর একটি দল চারটি সম্মাননা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছে।

এ বছরের প্রতিযোগিতায় ২২টি দেশের ৫০টি দল অংশ নেয়। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি প্রধান থিম ছিল— টেকসই উন্নয়ন (Sustainability) উদ্ভাবন ও প্রযুক্তি (Innovation & Technology) এবং মূলগত ও সৃজনশীল ধারণা (Fundamental & Creative Concepts)।

আন্তর্জাতিক বিচারক প্যানেলের কঠোর মূল্যায়নের পর বাংলাদেশ দল যে চারটি সম্মাননা অর্জন করে, তা হলো

আরও পড়ুন

  1. পপুলার ভোট – বিজয়ী
  2.  অনারারি মেনশন (সম্মানসূচক স্বীকৃতি)
  3.  সিলভার অ্যাওয়ার্ড
  4. ব্রোঞ্জ অ্যাওয়ার্ড 

বাংলাদেশ দলের সদস্যরা হলেন— মো. সালমান মাহমুদ,মো. রাহমত উল্লাহ,মো. ইবনে হোসাইন ইমন, সমজিত দাস সুম,বুশরা আলভি,ও তাসমিন সিদ্দিকা। এই সাফল্যের পেছনে পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (DMCBL)। দলটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

দলের এক সদস্য বলেন, “এমন একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা গর্বের ও সম্মানের বিষয়। এই সাফল্য আমাদের পরিশ্রমের ফসল হলেও, দেশের মানুষের দোয়া ও সমর্থন ছিল সবচেয়ে বড় শক্তি।” বিজ্ঞান ও গবেষণায় বাংলাদেশি তরুণদের এই অর্জন আবারও প্রমাণ করল যে, বৈশ্বিক একাডেমিক মঞ্চে দেশের সম্ভাবনা ক্রমেই প্রসারিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক

ভারতে আটক ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি

গাইবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে চাকরির জন্য টাকা নেয়ার অভিযোগ

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

মিয়ানমারে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা